পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি জানতে ও দেখে চেক করে নিতে হবে।
প্রিয় পাঠক আপনি পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি বিষয়ে জানতে হবে এবং চেক করতে হবে এ সম্বন্ধে অনেক খোঁজাখুঁজি করেছে। কিন্তু আপনি তেমন কোন সঠিক তথ্য খুঁজে পান নাই। আমরা পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি বিষয়ে জানতে হবে এ সম্পর্কে বিস্তারিত জানবো।
প্রিয় পাঠক এখানে আমরা আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি যেমন, ল্যাপটপ কি দেখে কিনবেন। কোন সিরিজের কিনবেন। ইত্যাদি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখানে আলোচনা করেছি আশা করি সেগুলো আপনার অনেক কাজে আসবে তো চলুন শুরু করা যাক।
ভূমিকা:
পুরাতন ল্যাপটপ কম দামের মধ্যে কিনবো। এই আশা আমাদের প্রায় সকলের মধ্যেই আছে। কিন্তু আমরা জানি না যে পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে কি কি বিষয় জানতে হবে।এবং কি কি বিষয় চেক করে নিতে হয়। আমরাতা জানিনা। তো চলুন জেনে নেওয়া যাক।
পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয়:
পুরাতন ল্যাপটপ কেনার আগেই আমাদের নির্ধারণ করতে হবে যে আমরা ল্যাপটপ দিয়ে কি কাজ করব। তার উপরে ভিত্তি করে আমাদের চয়েজ করতে হবে যে আমরা কি ল্যাপটপ কিনব। অমর আপ পুরাতন জিনিস যে দরকারেই তিনি না কেন তা যেন ভালো হয়।এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে দশটি বিষয় সম্পর্কে আপনাকে বিস্তারিত ভাবে জানতে হবে এবং চেক করতে হবে।পুরাতন ল্যাপটপ কেনার আগে এই দশটি বিষয় জানতে হবে
ল্যাপটপের সিরিজঃ
ল্যাপটপটা কোন সুইচের এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ বাজারে অনেক ধরনের ল্যাপটপ রয়েছে। কিন্তু আমরা জানি না যে কোন কোম্পানির কোন মডেল এবং কোন সিরিজটা সবচেয়ে ভালো এবং পাওয়া যায়। ল্যাপটপের মধ্যে সবচেয়ে ভালো সিরিজ হলো বিজনেস ক্লাস ।এই সিরিজের ল্যাপটপগুলো খুব হার্ডি এবং লাইট ওয়েট হয়ে থাকে। এসির যে ল্যাপটপগুলো সহজে নষ্ট হয় না হ্যাং করে না এবং ভালো স্পিডে কাজ করে থাকেন টেকসইও অনেকদিন লাস্টিং করে।
ব্যাটারি হেলথঃ
আমরা জানি যে প্রতিটা জিনিসের কিছু মৌলিক উপাদান থাকে। এটা যেমন সত্য তেমনি করে ল্যাপটপের আর কিছু মৌলিক উপাদান আছে। এ মৌলিক উপাদান গুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাটারি। কারণ ব্যাটারিতে থাকে চার্জ। আর চার্জ ছাড়া ল্যাপটপ চলে না।তাই ব্যাটারি হেলথ যেন একশোর মধ্যে আশির উপরে থাকে। তাহলে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম তিন ঘন্টা পাওয়া যায়। এবং এটা অনেকদিন লাস্টিং করে।
পোর্টসঃ
আমরা জানি যে ল্যাপটপে অনেকগুলো পোর্ট থাকে। যেমন ইউএসডি পোর্ট্ চার্জার পোর্ট,আরো কিছু অ্যাডিশনাল পোর্ট থাকে। এগুলো সাধারণত নতুন ল্যাপটপে প্রায় সবগুলোই ঠিক থাকে। কিন্তু পুরাতন ল্যাপটপে এগুলো সবগুলো ঠিক নাও থাকতে পারে। তাই এগুলো পর চেক করে নিতে হয়।
কিবোর্ডঃ
প্রতিটা ল্যাপটপেরই একটা করে কিবোর্ড থাকে। এবং এই কিবোর্ডে অনেকগুলো বাটন থাকে। এই প্রতিটা বাটন আমাদের কে চেক করে নিতে হয়।
টাচপ্যাডঃ
ডেক্সটপে মাউসদের যে কাজ করা হয় এই একই কাজ করার জন্য ল্যাপটপে একটি টাচ প্যাড থাকে। এই ট্রাসপেন্ড ঠিকঠাক কাজ করছে কিনা তা চেক করে নিতে হয়।
ডিসপ্লেঃ
নতুন ল্যাপটপে ডিসপ্লে খুব সুন্দর থাকে অন্যরকম দাগ বা ফাটা থাকে না। কিন্তু পুরাতন ল্যাপটপের ডিসপ্লে ফাটা দাগ এবং ফাঙ্গাস টাইপের কিছু থাকে। এগুলো যাতে না থাকে এই বিষয়গুলি দেখে এবং চেক করে নিতে হয়।
কনফিগারেশনঃ
প্রতিটা ল্যাপটপে পারফরম্যান্স ডিফেন্ড করে তার কনফিগারেশন এর উপরে। তাই পুরাতন ল্যাপটপ কেনার আগে তার কনফিগারেশন ভালো না খারাপ এই দিকে খেয়াল রাখতে হবে। যেই ল্যাপটপের কনফিগারেশন হান্ড্রেড এর মধ্যে ৯০% এর উপরে এই ল্যাপটপগুলো ভালো কাজ করে।
হার্ডডিস্ক বা এসএসডিঃ
একটা ল্যাপটপের ডাটা সংরক্ষণ রাখার ক্ষেত্রে হার্ডডিস্ক বা এসএসডি ব্যবহার করা হয়। এই হার্ডডিস্ক বা এসএসডি এর হেল্প ১০০ এর মধ্যে আশির ওপরে থাকে তাহলে এটা ভালো কাজ করে। এর নিচে হলে নেওয়া যাবে ।
ক্যামেরা ও স্পিকারঃ
প্রতিটা ল্যাপটপে একটি করে ক্যামেরা এবং স্পিকার থাকে। এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করে নিতে হয়।এডাপ্টারঃএকটা ল্যাপটপের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডাপ্টার যা দিয়ে ল্যাপটপে চার্জ করা হয়। ল্যাপটপের যদি এডাপ্টার সমস্যা থাকে তাহলে সেই এডাপ্টার নেওয়া যাবে না ল্যাপটপ কেনার আগে এডাপ্টার সম্পর্কে জেনে এবং দেখে নিতে হবে।
লেখক এর মন্তব্যঃ
পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি জানতে হয় এই বিষয়ে আমার মন্তব্য। পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে বুঝে কিনতে হবে। কেনার বিষয়ের ক্ষেত্রে উপরের এই দশটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সহকারে জেনে চেক করে নিতে হবে। প্রিয় পাঠক আজকে আমরা জানলাম যে প্রথম ল্যাপটপ কেনার আগে কি কি জানতে হয় এবং চেক করে নিতে হয়।যদি আজকের এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম মুক্ত আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url